লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীও তিনটি গোলা নিক্ষেপ করে পাল্টা জবাব দিয়েছে। আজ রবিবার এ ঘটনাটি ঘটে।
এএফপি’র বরাত দিয়ে ইসরাইলী সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পরে লেবাননের যে এলাকা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে সেটি লক্ষ্য করে ইসরাইলের সামরিক বাহিনী তিনটি গোলা নিক্ষেপ করে।
এদিকে ইসরাইলী সামরিক বাহিনীর রেডিও এর এক খবরে জানানো হয়, কিরাট শমুনা শহরের পশ্চিমাঞ্চলে কাতিউশা ধরনের দুটি রকেট এসে পড়ে। তবে এতে কারো প্রাণহানি বা ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সীমান্তবর্তী এলাকার কাছে লেবাননের সেনাদের গুলিতে এক ইসরাইলী সেনা নিহত হওয়ার পর উভয় দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।