বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য আরও সংযত হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রেলমন্ত্রী অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী রাজা জি সি হাই স্কুলের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রশিক্ষক পূনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী সম্পর্কে খালেদার দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় রেলমন্ত্রী বলেন, খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী। তিনি দু’দুবারে প্রধানমন্ত্রীও ছিলেন। তার কাছে জাতি সংযত ও শালীন ভাষাই আশা করে।
রেলমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী একজন বিজ্ঞ প্রবীণ ব্যক্তিত্ব, তার সম্পর্কে যে কোনও উচ্চারণই আমরা আশা করি সুন্দর হওয়া উচিত। খালেদা জিয়ার বক্তব্য হওয়া উচিৎ ছিল আরও মার্জিত আরও সুশীল।
দেশে গণতান্ত্রিক সাংবিধানিক ধারা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলে, খালেদা জিয়াসহ তার দলের সকলেই গণতান্ত্রিক ধারা এবং জনগণের শক্তিতে বিশ্বাস করেন এমনটাই আমরা মনে করি।