দুপুরে সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

দুপুরে সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

সমাবেশে যোগ দেয়ার জন্য বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়া দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হতে পারেন বলে দলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র পাহারা ও তল্লাশির মধ্যে বিরোধী দলে নেতাকর্মীদের সমাবেশস্থলে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রোববার সকাল ১০ টা থেকে ১১টার মধ্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচি শুরুর পর যথাসময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্মসূচিতে যোগ দেবেন। খালেদা জিয়া নিজ বাস ভবন থেকে বের হওয়া পুলিশ তাঁকে ঘিরে রাখে।

নির্দলীয় সরকার ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কয়েক দফা টানা অবরোধ শেষে সংবাদ সম্মেলন করে ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচির ঘোষণা দেন খালেদা জিয়া।

অভিযাত্রার কর্মসূচি নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রোববার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সামনে যেকোনো মূল্যে কর্মসূচি হবে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তা শুরু হবে এবং যথাসময়ে বিএনপি চেয়ারপারসন তাতে যোগ দেবেন।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘিরে শনিবার রাতেই নিশ্ছিদ্র নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়। বাড়ির সামনে এবং আশপাশের সড়ক মিলে সেখানে আট প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে বলে গুলশানের উপকমিশনার লুৎফুল কবির জানান। গুলশানের ৮৬ নম্বর সড়কে ফিরোজা নামের ওই বাড়ির উল্টো দিকের রাস্তায় রাখা হয়েছে জল কামান। আর গলির মুখে বসেছে পুলিশের ব্যারিকেড। বাড়ির সামনে দুটো ও রাস্তায় গলির মুখে তিনটি বালিবোঝাই ট্রাক আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য গুলশানের ওসি রফিকুর ইসলাম বলছেন, নষ্ট হয়ে ওভাবে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো।

রবিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যেকোনো সময় এতে যোগ দেবেন। খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।

রাজনীতি শীর্ষ খবর