বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে তিন স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের বাসার মূল গেটের কাছে পুলিশ, পুলিশের গাড়ি ও বালু বোঝাই ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ।
এর আগে খালেদা জিয়ার নিরপাপত্তা প্রটোকল প্রত্যাহার করার হয়। একই সঙ্গে তার বাসার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মুল গেটের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে।
খালেদা জিয়ার ব্যাক্তিগত প্রটোকলের গাড়িটিও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। তবে তা অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম।
রবিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে হাফিজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যে কোনো সময় এতে যোগ দেবেন।