হরতাল-অবরোধসহ বিরোধী জোটের কর্মসূচিতে পুড়িয়ে মানুষ হত্যার বিচার দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন, “বিএনপি নেত্রী জামায়াতকে সাথে নিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। … মানুষ পুড়িয়ে মারার জন্য আপনার বিচার বাংলার মাটিতেই হবে।”
এছাড়া ৫ জানুয়ারির নির্বাচনে কোনো বাধা এলে তা প্রতিরোধ করে ভোটের অধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন দলের সভানেত্র
বিরোধী জোটের কর্মসূচির কারণে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হওয়ায় গরিবের পেটে লাথি পড়ছে উল্লেখ তিনি বলেন, “তিনি (খালেদা) ক্ষমতায় থাকতে মেলা টাকা কামাই করে রেখেছেন। এখন অবরোধ ডেকে ঘরে বসে টিভি দেখেন, মুরগির সুপ খান-রোস্ট চাবান। আর গরিব মানুষ ভাতে মরে। এটাই হচ্ছে বিএনপির কাজ।”
বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গী সংগঠন হিসাবে জামায়াতকে নিষিদ্ধ করে হাই কোর্ট রায় দেওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। আর জামায়াতের শোকে বিএনপি নেত্রী নির্বাচনে অংশ না নিয়ে তা বানচালের হুকুম দিয়েছেন।
বিকালে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই জনসভা হয়।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, ভোট দেবেন। কেউ যদি বাধা দিতে এলে প্রতিরোধ গড়ে তুলবেন, যাতে আপনাদের অধিকারে কেউ বাধা দিতে না পারে।
মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ডাবলু, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ সানজিদা খানম, দলের উপদপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, টঙ্গীবাড়ী আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, সাধারণ সম্পাদক আসাদ আল বারেক ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রশিদ শিকদার প্রমুখ।
এর আগে শ্রীনগর স্টেডিয়ামে মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের সমর্থনে এক জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখ হাসিনা।
দলের উপজেলা সভাপতি সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৃনাল কান্তি দাস, মহিউদ্দিন আহম্মেদ, শ্রীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ ভূইয়া, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন ও গোলাম সরওয়ার কবির।
এর আগে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন গোপালগঞ্জের কেটালীপাড়া শহীদ মিনার চত্বরে এক কর্মীসভায় বক্তব্য দেন শেখ হাসিনা।