কুকুর ‘কথা বলবে’ মানুষের সঙ্গে

কুকুর ‘কথা বলবে’ মানুষের সঙ্গে

এ চিন্তা আর গাঁজাখুরি নয়। সুইডেনের বিজ্ঞানীরা মাথায় পরিধান করার মতো যন্ত্র তৈরি করতে যাচ্ছে যার মাধ্যমে কুকুরের চিন্তা বা কী বলতে চাচ্ছে তা জানা যাবে।

এই গ্যাজেট কুকুরের মস্তিষ্ক-তরঙ্গ পড়বে। এরপর তা নির্বাচিত ভাষায় যান্ত্রিকভাবে উচ্চারিত হবে। বিজ্ঞানীদের লক্ষ্য, এর মাধ্যমে ঘরে পোষা শখের কুকুরের সঙ্গে মানুষের কথা বিনিময় হবে।

সুইডেনের মালমোতে অবস্থিত নরডিক সোসাইটি ফর ইনভেনশান অ্যান্ড ডিসকভারি (এনএসআইডি)-তে এই যন্ত্র উদ্ভাবনের কাজ চলছে। মাইক্রো-কম্পিউটিং ও ইলেক্ট্রোইনসেফালোগ্রাফি (ইইজি)-এর সর্বশেষ প্রযুক্তি কাজে লাগিয়ে এই ব্যবস্থা করতে যাচ্ছে। এর মাধ্যমে কুকুরটি ক্লান্ত কিনা, উত্তেজিত বা ক্ষুধার্ত কিনা তা জ্ঞাত করতে পারবে। হিন্দুস্তান টাইমস।

 

বিজ্ঞান প্রযুক্তি