শনিবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

শনিবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

নির্বাচনের আটদিন আগে আগামী শনিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করবেন। দলটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইস্তেহারে দলের আগামী দিনের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এদিকে এই নির্বাচনকে ‘একতরফা’ আখ্যায়িত করে ভোট ঠেকাতে আগামী রবিবার ঢাকামুখী অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ কর্মসূচিতে বাঁধা দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করেছেন।

উল্লেখ্য, বিরোধী দলের বর্জনের কারণে ইতোমধ্যে ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এরমধ্যে ১২৭টি আসনে আওয়ামী লীগ, ২১ আসনে জাতীয় পার্টি, জাসদ ৩, ওয়ার্কার্স পার্টি ২ ও একটি আসনে জেপির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬টি আসনে।

রাজনীতি