টানা চার দিন আধিপত্য বিস্তার করেও জোহানেসবার্গে জিততে পারেনি ভারত। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ক্যারিশমায় উল্টো হারতে বসেছিল ধোনিরা। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় বোলারদের বুদ্ধিমত্তায় ম্যাচটা ড্র হয়ে যায়। ডারবানেও শুরুটা ভালোই করেছে সফরকারীরা। প্রথম দিনের প্রথম দিন সেশনেই প্রোটিয়া বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তাই দেয়নি মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ন পূজারা এ ম্যাচেও হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। সেঞ্চুরির পথে মুরালি বিজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ভারতের স্কোর ছিল ১৮১ রান। আলো স্বল্পতার জন্য খেলা বন্ধ ছিল।
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয়রা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল ধোনির দল। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত না হলে হয়তো ধবলধোলাই হয়ে যেত তারা। কিন্তু টেস্টে যেন অন্য এক দল ভারত। জোহানেসবার্গ টেস্টে দাপুটে পারফরম্যান্সের পর ডারবানেও তাদের দাপট অব্যাহত।