প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচন কোন শক্তি বানচাল করতে পারবে না। বাংলার জনগণ নির্বাচন চায়। শুধুমাত্র বিরোধীদল যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ নির্বাচনে আসতে চায় না। বিরোধীদলীয় নেত্রী প্রতিহিংসার আগুনে মানুষ মরছেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তিনি একটি আল্টিমেটাম শেষ হলে আরেকটি আল্টিমেটাম দেন। কিন্তু তাতে কাজ হয়না। গোপালগঞ্জসহ দেশের সকল ভোটারকে আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫মিনিটে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গিমাডাঙ্গা-টুঙ্গীপাড়া (জিটি) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহসহ গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। এছাড়া আওয়ামীলীগের এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য শেখ হেলালসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।