সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসার জন্য দেশের সকল রাজনৈতিক, অরাজনৈতিক দল, ইসলামী দল ও সর্বস্থরের আলেম ওলামা নিয়ে সম্মিলিতভাবে ঈমান ও দেশরক্ষা মঞ্চ গঠনের কথা জানিয়েছে হেফাজতে ইসলাম। ৫ই জানুয়ারির আগে রাজধানীতে এই মঞ্চ হতে পারে।
বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত সাংবাদিকদের জানান, শুক্রবার দেশের সকল মসজিদে ঈমাণ ,আকীদা, দ্রব্যমূল্যর উর্ধগতি ,রাজনৈতিক সহিংসতা , ২৪শে ডিসেম্বর শাপলা চত্বরে সমাবেশ করতে না দেওয়ায় দোয়া দিবস পালন করা হবে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার যে লড়াই চলছে এই লড়াইয়ে পিষ্ট হয়ে সাধারণ জনগণ প্রতিদিন খুন হওয়া ও দেশকে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে উত্তরণের জন্য সংগঠনটির আমীর আল্লামা শফী উভয় দলকে সমঝোতায় বসার আহবান জানাবেন। বৈঠকে দেশকে রক্ষা করতে ও দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে উলামায়ে কেরাম দেশের সকল আলেম উলামাকে ঐক্যবদ্ধ করতে আলোচনা হয়েছে।
হেফাজতে ইসলাম ছাড়াও দেশের সকল আলেম ওলামা নিয়ে ঢাকার এ মঞ্চ লোক জমায়েত করে বড় ধরণের সমাবেশ করবে। সমাবেশ থেকে সরকার ও বিরোধীদলকে সমঝোতায় বসতে আহবান জানাবে। যদি উভয় দল সমঝোতায় না বসে তাহলে দেশের উলামায়ে কেরাম তাদের ( উভয় দলের) বিরুদ্ধে অবস্থান নিবে। তাছাড়া ঢাকার হেফাজত নেতৃবৃন্দ এ মঞ্চ গঠন করা নিয়ে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে সমন্বয় করবে।
বৈঠকে উপস্থিথ ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী , আল্লামা নূর হুসাইন কাসেমী, আললামা জুনায়েদ আল হাবীব, চট্টগ্রাম মহানগর সভাপতি মাও: হাফেজ তাজুল ইসলাম , আল্লামা সামশুল আলম, আব্দুল হামীদ (পীর মধুপুরী ) আজিজুল হক ইসলামীবাদী ,মুফতি সাখাওয়াত মাওলানা লোকমান ,মাওলানা ছলিমুল্লাহ ,মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও আমীর এর প্রেস সচিব মাওলানা মুনীর আহম্মদ প্রমূখ বৈঠকে উপস্তিত ছিলেন