পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বাংলা মোটরে বাসে আগুন দিয়ে পুলিশের কনস্টেবল মো. ফেরদৌস খলিলকে পুড়িয়ে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ফেরদৌস খলিল নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার রাতে এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ইত্তেফাককে এ কথা জানান।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে রাজনৈতিক দুর্বৃত্তদের দেয়া আগুনে পুলিশের কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলামও (৪১) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের নেতাদের আসামি করেছে পুলিশ।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর