একই ট্যাবে থাকবে উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম। জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিকস শোতে ডুয়াল বুট সুবিধার এমন ট্যাবলেট প্রদর্শন করবে কম্পিউটার নির্মাতা আসুস।
সম্প্রতি এ ট্যাব নিয়ে একটি টিজার ভিডিও উন্মুক্ত করেছে আসুস। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর অনলাইনে এ তথ্য প্রকাশ করেছে।
এ নিয়ে বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, সিইএস মেলায় প্রযুক্তিবিশ্বে আগ্রহ বাড়াতে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নানান উদ্ভাবনী পণ্য নিয়ে হাজির হবে। এই মেলায় আসুস ডুয়াল বুটের একটি মডেলের ট্যাব আনতে পারে আসুস।
আসুস অবশ্য নতুন এই ট্যাব সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ডুয়াল অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবে ব্যবহারকারীরা পছন্দের ওএসটি ব্যবহার করতে পারবেন।
এর আগে ডুয়াল বুটের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং।