মিশরে পুলিশ হেডকোয়ার্টারের একটি ভবনে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মানসুরার নীল ডেল্টা শহরের ওই ভবনে পরপর দুটি বিস্ফোরণে ১৩০ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
আহতদের মধ্যে দাকাহলিয়ার নিরাপত্তা বিভাগ প্রধান রয়েছেন বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা।
জানা গেছে, প্রথমে ভবনটির শেষ ফ্লোরে একটি বিস্ফোরণ ঘটে। এরপর ভবনের কাছে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিশরের সেনাসমর্থিত সরকারের মন্ত্রিসভার মুখপাত্র শেরিফ শাকি এ হামলার জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীকে দায়ী করেন।
এদিকে নিরাপত্তাসূত্র জানিয়েছে, গাড়িবোমার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি কোনো আত্মঘাতী হামলা কি না এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।