যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলন করছে খালেদা: টুকু

যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলন করছে খালেদা: টুকু

ঢাকা: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বিচার করবে। আর এটা বুঝতে পেরে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতিবাজ দুই ছেলে ও যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলন শুরু করেছেন।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অব্যহত রাখার জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলন প্রতিরোধ করতে হবে।’

মঙ্গলবার বিকেলে পাবলিক লাইব্রেরি সেমিনার হলে ‘জেল হত্যা দিবস এবং বর্তমান প্রজন্ম’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

শামসুল হক টুকু বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার কার্যকর করেছে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে।’

সময় মতো এ বিচার শেষ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় চার নেতাকে হত্যার কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দুষ্কৃতিকারীরা বুঝতে পারে চার নেতাকে হত্যা না করা হলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার স্বপ্নের বাংলা তারা গড়ে তুলবেন।’

সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, এইচ এম ইব্রাহিম ভূইয়া, বাস্তুহারা লীগ সভাপতি প্রকৌশলী লুৎফর রহমান, ইউনি রুট গ্রুপের চেয়ারম্যান মোবারক হোসেন, সৈদয় আবু তাহের প্রমুখ।

রাজনীতি