রাষ্ট্রীয় মর্যাদায় জোহরা তাজউদ্দিনের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় জোহরা তাজউদ্দিনের দাফন সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সহধর্মিণী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রবিবার বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে মরহুমের লাশ ৬ টা ৩৩ মিনিটে বনানী কবরস্থানে এসে পৌঁছে। পরে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গার্ড-অফ-অনার প্রদান করা হয়।
এ সময়ে মরহুমের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, সিমিন হোসন রিমি এমপি সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময়ে অন্যান্যের মধ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ এমপি, ডেপুটি স্পীকার কর্ণেল (অব.) শওকত আলী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জোহরা তাজউদ্দীন শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
এদিকে সকালে তার ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আমেরিকা থেকে আসার পর গাজীপুরের কাপাসিয়ার নিজগ্রাম দরদরিয়াতে বাড়ির পাশের মাঠে দুপুরে প্রথম জানাজা হয়। পরে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং সর্বশেষ গাজীপুরের রাজবাড়ি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গত শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হয়। সেখানে কালো পতাকায় মোড়া বেদিতে রাখার পর তার কফিন জাতীয় ও দলীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।
বিকেল সোয়া ৫টায় জোহরা তাজউদ্দীনের কফিনে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এর পর তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের মানুষ এই জ্যেষ্ঠ নেতার প্রতি শ্রদ্ধা জানান। বাদ মাগরিব বঙ্গবন্ধু এভিনিউয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে মরহুমের মরদেহ নেয়া হয় ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।

জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি