‘সমঝোতা হলে দশম সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া হবে’ বলে প্রধানমন্ত্রী দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর এই প্রস্তাব নাকচ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাব বিরোধী দলের চলমান আন্দোলন নস্যাত্ করার অপকৌশল।’
তিনি বলেন,” প্রধানমন্ত্রী বলেছেন,’আন্দোলন বন্ধ হলে এবং নির্বাচনের পরে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে একাদশ নির্বাচন দেয়া হবে।’ এখানে প্রধানমন্ত্রী অনেকগুলো পূর্ব শর্ত দিয়েছেন। এর দ্বারা এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রীর এই প্রস্তাব চলমান আন্দোলন নস্যাত্ করারই অপকৌশল।”
৫ জানুয়ারির নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচনে বস্তুত ভোটেরই প্রয়োজন নেই, যে নির্বাচন নিয়ে দেশ বিদেশের কারো কোনো আগ্রহ নেই, যে নির্বাচন জনগণ বর্জন করেছে, সেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন অপ্রয়োজনীয়। বরং এ রকম একটি সাজানো প্রহসনের নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন করে দেশের গবৃের এই প্রতিষ্ঠানটিকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে।
আলোচনার মাধ্যমে সমঝোতার জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ সরকারই নস্যাত্ করে দিয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় যে আলোচনা শুরু হয়েছিল, তার মূল ইস্যু ছিল— নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন? কিন্তু সরকার এ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি।