বুড়ো বয়সে যে কয়জন ক্রিকেটার ম্যাজিক দেখিয়েছেন তার মধ্যে সবার উপরেই থাকবে শিবনারায়ণ চন্দরপলের নাম। এই ৪০ বছর বয়সেও ক্যারিবীয় তারকা সেঞ্চুরি হাঁকাচ্ছেন, জায়গা করে নিচ্ছেন রেকর্ডের পাতায়। হ্যামিল্টন টেস্টে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডারকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চন্দরপল এখন ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান।
হ্যামিল্টনে অপরাজিত ১২২ রান করে ওয়েস্ট ইন্ডিজকেও ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬৭ রান করেছে ক্যারিবীয়রা। ভালোই জবাব দিচ্ছে স্বাগতিকরাও। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান। এখনো কিউইদের চেয়ে ২১১ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
শিবনারায়ণ চন্দরপলের ২৯তম সেঞ্চুরি এটি। মজার ব্যাপার হচ্ছে, এই ২৯ সেঞ্চুরির মধ্যে এটি ছিল ক্যারিবীয় তারকা ব্যাটসম্যানের ১৭তম অপরাজিত সেঞ্চুরি। ১৫৩ টেস্টে তার মোট রান এখন ১১ হাজার ১৯৯। আর অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান অ্যালান বোর্ডার ১৫৬ ম্যাচে করেছিলেন ১১ হাজার ১৭৪ রান। এখন চন্দরপলের সামনে রয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।
অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে টেস্টে শীর্ষ ছয় রান সংগ্রাহক ব্যাটসম্যান হওয়ায় চন্দরপলকে সতীর্থ এবং প্রতিপক্ষের ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। ক্যারিবীয় তারকা দিনেশ রামদিন বলেছেন, ‘চন্দরপল একজন কিংবদন্তি। তাই তার পক্ষেই এমন রেকর্ড গড়া সম্ভব হয়েছে।’ নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন বলেছেন, ‘চন্দরপলের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি বোর্ডারের মতো গ্রেট ব্যাটসম্যানের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। এটা সত্যিই অনেক বড় ব্যাপার।’ তবে এমন রেকর্ডে খুশি হলেও উচ্ছ্বসিত নন চন্দরপল, ‘যখন মাঠে নামি, আমার কাজটা সুচারুভাবে করার চেষ্টা করি। এখানে সেই কাজটাই করেছি। তাই সফল হয়েছি।’
চন্দরপল ছাড়াও হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন। এই দুই সেঞ্চুরিতেই ৩৬৭ রান করেছে ক্যারিবীয়রা। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও ভালোই জবাব দিচ্ছে। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ১৫৬ রান।