৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন চলছে

৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন চলছে

১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টার অবরোধ আজ শনিবার সকাল ৬টায় শুরু হয়েছে। পঞ্চম দফার এই অবরোধ চলবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে, ৮৩ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগেই গতরাত সোয়া ১০টার দিকে গাজীপুর শহরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ১৮ দলীয় জোট রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের এ নতুন কর্মসূচি ঘোষণা করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।

 

বাংলাদেশ রাজনীতি