নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবেন। আজ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা এখন চূড়ান্ত (ফাইনাল) করিনি। আর কিছু দিন গেলে আমরা সঠিক সংখ্যাটি পাব। এ সময় তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, সড়কপথে গোলযোগের চিত্র যেমন আপনারা দেখাবেন, ঠিক তেমনি সড়কে যান চলাচল শুরু হয়ে গেলেও তা দেখাবেন।