সাতক্ষীরায় ১৮ দলের অবরোধ চলাকালে লাভলু হোসেন (২৪) নামের এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে শহরের রইচপুর ব্রীজের পাশে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করেছে। গুলিবিদ্ধ লাভলু সাতক্ষীরা পৌরসভার রইচপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
আটককৃতরা হলেন: সাতক্ষীরা শহরের রসুলপুরের নুরুল আমীনের ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল হোসেন, মনিরউদ্দিনের ছেলে শাহীনুর রহমান, শুকুর আলীর ছেলে শওকত হোসেন ও রইচপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে গুলিবিদ্ধ লাভলু হোসেন।
রইচপুর গ্রামের একজন প্রত্যক্ষদর্শী জানান, জামায়াত-শিবিরের লোকজন বৃহষ্পতিবার ভোরে শহরের বাঙালের মোড়-খানপুর সড়কের রইচপুর ব্রিজের পাশে কেটে অবরোধ করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জামায়াত শিবিরের অবরোধকারীররা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে তার ভাইপো লাভলু হোসেন (২৪) গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ তাকে আটক করে।
সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েনি। সাতক্ষীরার সঙ্গে আশাশুনি সংযোগ সড়কের রামচন্দ্রপুর মোড়, সাতক্ষীরা- কালীগঞ্জের বাকাল চেকপোস্ট, সাতক্ষীরা- যশোর সড়কের ঝাউডাঙা ফিলিং স্টেশনের পাশে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (ওসি ওয়াচ) কামাল হোসেন গুলিবিদ্ধ লাভলুসহ ছয়জনকে আটকের কথা নিশ্চিত করেছেন।