বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘দশম সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ব্যাখ্যার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র।’ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে মজীনা তাকে এ কথা বলেন বলে আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ‘আমি মজীনাকে বলেছি, ‘সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে আছে। জামায়াত-শিবির যেসব নাশকতা করছে, তাতে দলটিকে সন্ত্রাসী ঘোষণা করা উচিত। এ কথা তিনি অস্বীকার করেননি। মজীনা অবশ্য বলেন—অর্ধেকের বেশি আসনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন মানে তো মানুষের ভোটাধিকার প্রয়োগ।’