পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল কর্মসূচি। বিকাল তিনটায় বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং বনানীর চেয়ারম্যানের কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও বনানীতে কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি। বেলা তিনটার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা কার্যালয়ের সামনের ফটকে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মহিলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে পার্টির সিনিয়র নেতারা তাদের ফিরিয়ে দেন। পরে পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই। দলের চেয়ারম্যানকে বাসায় ফিরিয়ে দিতে কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান। এদিকে বনানীর কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। এসময় নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরেই স্লোগান দেন। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।