বিশ্বকাপ ফুটবলের  ট্রফি এখন ঢাকায়

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন ঢাকায়

বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি ঢাকায় পৌঁছেছে।  ট্রফি ঢাকায় থাকবে তিনদিন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফিফার বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে নিয়ে আসা হয় ট্রফিটি। বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি আনছে। তিন দিন ঢাকায় অবস্থান করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিশ্বকাপ।

প্রথম দিন ট্রফি দেখার সুযোগ পাবেন না টিকিট পাওয়া দর্শকরা। বুধ ও বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক কাছ থেকে ট্রফিটি দেখতে পাবেন। আর এ সুযোগ করে দিচ্ছে কোকাকোলা।

উল্লেখ্য, কোকাকোলা খেয়ে তার ছিপির গায়ে এটে দেওয়া নাম্বার এসএমএস করে লটারির মাধ্যমে বিজয়ী ৯ হাজার, আর দেশের ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার ব্যক্তিকে সৌজন্য টিকেট দিয়েছে কোকাকোলা।

 

খেলাধূলা বিনোদন