বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করার বিরুদ্ধে রিট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করার বিরুদ্ধে রিট

সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে নির্বাচিত করার গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম রিটটি করেন। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার খবরের সূত্র ধরে এ রিটটি করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অনুসারে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বা মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়। এটি সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫ (২), ১২১ ও ১২২ (২) অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনে ১৯ ধারাকে কেন এসব অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে।

 

রাজনীতি শীর্ষ খবর