মিরপুরের কাঁঠালতলা শাহআলী থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবিরের (৩৫) লাশ উদ্ধারের পর তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার গভীর রাতে হুমায়ুনের লাশ কাঁঠালতলায় তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে খুন করেছে। ইনজেকশনের মাধ্যমে অচেতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে রুমি জিজ্ঞাসাবাদের পুলিশকে জানিয়েছেন।