লালমনিরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ২

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কের সরোয়ার বাজার এলাকায় আজ রোববার সকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহত ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (২৫)।  অপরজন আবদুর রহিম (২৬)।তাঁর বাবার নাম করিম আলী।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক পি কে দাস প্রথম আলো ডটকমকে দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে সরোয়ার বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। জামায়াত-শিবিরের পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। আত্মরক্ষার্থে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানিয়েছেন, সংঘর্ষে গুরুতর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই দুজন মারা গেছেন কি না, তা জানাতে পারেননি তিনি।

তবে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক পি কে দাস জানিয়েছেন, আহত দুই ব্যক্তি মারা গেছেন।

জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি