ঢাকা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় শিক্ষা মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘ভবিষ্যতে রাজনৈতিক সিন্ডিকেট মুক্ত হয়ে তৃণমূল নেতা-কর্মীদের দাবি বুঝে প্রার্থী মনোনয়ন দিতে হবে।’
জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘জনগণের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা থেকে দলকে শিক্ষা নিতে হবে। এর ব্যতিক্রম হলে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি বেছে নিতে ভুল করবে না।’
তিনি বলেন, ‘দল থেকে মনোনয়ন বা সমর্থন শেষ কথা নয়, যা জনতার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের চিন্তা-ভাবনা বুঝে প্রার্থী নির্বাচন করতে হবে। এটি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর জন্য সতর্ক বার্তা।’
তিনি আরো বলেন, ‘দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোতে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা দলের প্রধানদের তোষামোদ করে এবং অসৎ ব্যক্তিদের চরিত্রকে আড়াল করে দলকে বিভ্রান্ত করতে চান। এই নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে জনগণের কাছে আওয়ামী লীগ বা মহাজোটের বিকল্প বিএনপি, জামায়াত অথবা চারদল নয়। তাদের কাছে বিকল্প হচ্ছে আদর্শবান, সৎচরিত্র ও জনগণের দাবি তুলে ধরা ব্যক্তি।’
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটাই শেষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন নিরপেক্ষ, সাহসী ও দৃঢ় সংকল্পবদ্ধ হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এই নির্বাচন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে।’
নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এটা তাদের পরাজিত রাজনীতিরই একটি অংশ, যেখানে তারা পরাজিত হয়েছে। ভবিষতে তারা এ ধরণের রাজনৈতিক খেলা খেলবে ইঙ্গিত দিলেও তাতে জনতার কিছু যায় আসে না।’
সংগঠনর সাধারণ সম্পাদক তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক বাবু অরুণ সরকার রানা, কৃষক লীগের সিনিয়র সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগাঠনিক এম এ করিম প্রমুখ।