দিল্লিতে এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জেতা সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব। সোমবার সকালে ক্লাবেই এই সংবর্ধনা দেয়া হয় তাকে।
২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ী সিদ্দিকুর গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জয় করেন। দেশে ফেরার আগে অবশ্য অস্ট্রেলীয়ায় গলফের বিশ্বকাপ এবং ইন্দোনেশিয়া ও হংকং ওপেন খেলে এসেছেন ২৯ বছর বয়সী এ গলফার।
সংবর্ধনার আগে কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করীম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সিদ্দিকুর রহমান।
কুর্মিটোলা গলফ ক্লাবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সিদ্দিকুরকে, যিনি এখন এই ক্লাবের সম্মানিক সদস্য।
সংবর্ধনার পর সিদ্দিকুর বলেছেন, “কুর্মিটোলা গলফ ক্লাব আমাকে যে সম্মানিত করেছে তাতে আমি গর্বিত। প্রচন্ড ব্যস্ততার পর লম্বা বিরতি পেয়েছি। এ সময়ে ফিটনেস নিয়ে কাজ করতে চাই।’
সংবর্ধনা অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।