বাড়ছে অশান্তি, বাড়ছে হিংসা। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুমিছিল।
সোমবার সকালেই রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছে বারো বছরের কিশোর, সুমন সরকার। সন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল বছর তিরিশের আরও এক তরুণ প্রাণ। যশোর শহরের বিএনপি-র যুবশাখা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন ওরফে পলাশ। গুলিবিদ্ধ অন্য এক নেতা শামসুজ্জামান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এ সবের মধ্যেই জামাত-বিএনপি জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিএনপি-র যুগ্মসচিব সালাউদ্দিন আহমেদ।
গত কাল জামাতে ইসলামির নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেই এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে হরতালের ডাক দেয় জামাতে ইসলামি। সোমবার সকাল থেকেই দেশ জুড়ে নানা জায়গায় অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন জামাত-বিএনপি জোটের সমর্থক-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিংসা-অশান্তির খবর আসতে শুরু করে দেশের নানা প্রান্ত থেকেই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন বেলা এগারোটা নাগাদ সাতক্ষীরার বহুলি বাজার এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন ১৮ জন জামাত-বিএনপি জোটের কর্মী। সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে ট্রাক আটকে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেধড়ক মারধর করা হয় ট্রাকের চালক ও খালাসিকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশ-অবরোধকারী মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশে পুলিশ গুলি চালালে নিহত হয় সুমন নামে বছর বারোর এক পথচারী কিশোর।
যশোরের উকিলবার মোড়ে সন্ধে সাতটা নাগাদ এক দল দুষ্কৃতী গুলি করে খুন করে ছাত্রদলের সহ-সভাপতি পলাশকে। পায়ে গুলি লেগে আহত আরও এক জন নেতা শামসুজ্জামান। ঘটনার পর বিক্ষোভ মিছিল বার করেন দলের কর্মীরা। বেশ কিছু দোকানে ও পথচলতি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন তাঁরা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে বিএনপি-জামাতের ৭২ ঘণ্টার অবরোধের মেয়াদ বাড়িয়ে ১৪৪ ঘণ্টা করা হয়। আগামী শুক্রবার ভোর ছ’টা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি। ফলে তত দিন কার্যত অচল হয়ে থাকবে বাংলাদেশের সড়ক, রেলপথ ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা। দিন শেষে আবারও হরতালের ডাক দেয় জামায়াত।
বাংলাদেশ নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কট দূর করতে আলোচনায় যোগ দিতে এসেছেন রাষ্ট্রপুঞ্জের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকো। গতকাল সন্ধ্যায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বিএনপির তরফে জানানো হয়েছে, তারানকোকে তাঁরা তাঁদের অবস্থান বিস্তারিত ভাবে জানিয়েছেন। তবে আলোচনার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
চলতি বছরের গোড়া থেকে শুরু করে বাংলাদেশ জুড়ে লাগাতার রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দেড়শোরও বেশি সাধারণ মানুষ। জানুয়ারি মাসে প্রথম বার ‘মিরপুরের কসাই’ নামে কুখ্যাত হয়ে ওঠা কাদের মোল্লার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে অশান্তি।