বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রধান ইউকে বেনসলের ‘বাংলাদেশ সীমান্তে গুলি বন্ধ করা পুরোপুরি সম্ভব নয়’ বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্ঠাচার বর্হিভূত হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক যুক্ত বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।
সীমান্তে চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, ‘গত ১০ বছরে প্রায় এক হাজার বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বিশ্বের কোনো দেশের সীমান্তে এ ধরনের হত্যার ঘটনা নজিরবিহীন।’
‘বর্তমান সরকারের তাবেদারি ও নতজানু নীতির কারণেই বিএসএফ ডিজি ‘সীমান্তে গুলি বন্ধ সম্ভব নয়’ বলে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন’-দাবি ন্যাপের।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধারাবাহিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের ক্ষোভ, উদ্বেগ-উৎকণ্ঠাকে বিএসএফ ডিজি কোনো প্রকার আমলে নেননি, বরং উল্টো বিবিসির সাথে স্বাক্ষাতকারে বিএসএফ’ এর অপতৎপরতার পক্ষে সাফাই গেয়েছেন।’
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা করে ভারত সরকার বাংলাদেশের জনগণের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চায় বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।