নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের প্রথম দিন গতকাল বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও রংপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবরোধের সমর্থনে এসব শহরের নেতকর্মীদের বিশাল শোডাউন ছিল লক্ষণীয়। তবে চট্টগ্রাম, সিলেট ও রংপুরের বাইরে বিভাগীয় শহর রাজশাহী এবং বরিশালে অবরোধের প্রথম দিনে বিচ্ছিন্ন কিছু ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে তৃতীয়বারের মতো ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন বন্দরনগরী চট্টগ্রামে প্রায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল অবরোধের বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ এবং মিছিল-সমাবেশে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিলেও পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথম দিনের শুরুতে সকালে বিএনপির একটি মিছিল কার্যালয়ের দিকে যাওয়ার পথে আলমাস মোড় অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। সাড়ে আটটার দিকে আতুরার ডিপো এলাকায় একটি ঝটিকা মিছিল করে অবরোধ সমর্থনকারীরা। তবে পুলিশের বাধায় ওই স্থান ত্যাগ করে অবরোধকারীরা। এ সময় পুলিশ একজনকে আটক করে।
এদিকে সকাল ১০টার দিকে কর্ণফুলী থানার পশ্চিম পটিয়া শিকলবাহা ক্রসিং বাজার থেকে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ থানা বিএনপি নেতা ফারুক সওদাগরকে আটক করে। এর আগে পাহাড়তলী এলাকায় রেললাইনে আগুন দেয় অবরোধকারীরা। তবে তা নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে সকাল ১১টার দিকে নগরীর আগ্রাবাদ বড়পোল মাওলানা সিএনজি স্টেশন এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে দুটি টেম্পো ভাংচুর করে। সকাল ১১টার দিকে এ কে খান এলাকায় মিছিল থেকে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নগরী সিটি গেট থেকে কর্নেল হাট ভিক্টোরিয়া জুটমিল পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেছে। নগরীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। পুরোপুরি অচল রয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মহাসড়ক। জাহাজে মালামাল উঠা-নামার কাজ চললেও যানবাহনের অভাবে মালামাল ডেলিভারি বন্ধ রয়েছে।
সিলেটে ১৮ দলের শান্তিপূর্ণ অবরোধ চলছে। সিলেটের বিভিন্ন স্থানে সি এন জি ভাংচুর এবং সিলেটের রাজপথ, সড়কপথ ও রেলপথ অবরোধ করে সিলেট জেলা এবং মহানগর ১৮ দলীয় জোট।
রাজশাহীতে টানা আবারও ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন নগরীর কাটাখালির মাহেন্দ্রায় গভীর রাতে একটি ধানভর্তি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।এছাড়া বেশ কয়েকটি পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। এছারা শহরের বিভিন্ন স্থানে সমাবেশ-মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলীয় জোট।
বরিশােল বিরোধী দলের ৭২ ঘণ্টা অবরোধ-কর্মসূচির প্রথম দিন গতকাল বরিশালে সড়ক অবরোধ, মিছিল-পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়।
সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর চৌমাথা এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ ও সমাবেশ করেন ১৮ দলীয় জোট নেতাকর্মীরা। ১৮ দলের ৭২ ঘণ্টার অবরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবরোধের কারণে বরিশালের অভ্যন্তরীণ ও মহাসড়কে অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো গাড়ি চলাচল করছে না।
রংপুের ১৮ দলের ডাকা তৃতীয়বারের মতো ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন বিভাগীয় নগরী রংপুর ও আশপাশ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তত্পর রয়েছে।