বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠক শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠকটি শুরু হয় সন্ধ্যা সাতটায়।
বৈঠকের পরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, তারানকোর সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের এজেন্ডা সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তিনি আরও জানান, প্রয়োজনে তারানকো খালেদা জিয়ার সঙ্গে আবার বৈঠক করবেন। আগামী দু-এক দিনের মধ্যে বৈঠকের বিস্তারিত জানানো হবে।
চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সন্ধ্যা সাতটায় তারানকো-খালেদা জিয়ার বৈঠক শুরু হয়।
এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই সহকারী সেক্রেটারি জেনারেল। দুপুরে সোনারগাঁও হোটেলে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গেও পৃথক বৈঠক করে থাকেন তারানকো।