গঠনমূলক সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান পুনর্ব্যক্ত

গঠনমূলক সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান পুনর্ব্যক্ত

বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’র মধ্যে একটি গঠনমূলক ও ফলপ্রসূ সংলাপের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন আয়োজনের পথ বের করতে দুটি দলকে সত্ত্বর আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ এ কথা বলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনমূলক সংলাপে বসার বিষয়টি অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমরা বাংলাদেশে যেমনটা দেখেছি বলে আমি জানি- রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যে কারও যে কোন ধরনের সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ম্যারি বলেন, এটা গ্রহণযোগ্য নয় ও তা অবশ্যই অবিলম্বে বন্ধ হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, স্পষ্টভাবেই যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, স্বাধীন ও শান্তিপূর্ণভাবে সব দলের মতামত প্রকাশের অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র প্রায়ই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে মার্কিন জনগণের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে থাকে। আগামী ৫ই জানুয়ারির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংস পরিস্থিতির মধ্যে মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।

অন্যান্য বাংলাদেশ