টানা ৬ দিনের দিনের অবরোধ শেষ হয়েছে গত বৃহস্পতিবার বিকাল ৫টায়। আজ ভোর ৬টা থেকে আবার ৭১ ঘণ্টার অবরোধ শুরু হবে। সে অবরোধের সময়ও বাড়তে পারে। আপাতদৃষ্টিতে মাঝখানে একদিনের মুক্ত সময়। সাপ্তাহিক এ ছুটির দিনে ৬ দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নেয়ার চেষ্টা করেছেন অনেকে। অনেকে চেষ্টা করেছেন সামনের ৬ দিনের অগ্রিম কাজ সেরে ফেলতে। সবমিলিয়ে কর্মব্যস্ত একটা গতকাল কেটেছে ঢাকাবাসীর। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার প্রবেশ মুখগুলোতে ছিল ভয়াবহ যানজট। পরিবহন কোম্পানিগুলো তাদের সকল রুটের বাস একযোগে ছাড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক ঢাকায় প্রবেশ করতে থাকে। অপরদিকে ঢাকার বাইরে আটকে পড়া মানুষের রাজধানীতে প্রবেশের আপ্রাণ চেষ্টা ছিল রাত থেকেই। ফলে মহাসড়কগুলোতে গাড়ির তীব্র চাপ ছিল। গতকাল ভোর ৫টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল হয়ে পাবনা ও বগুড়া রোডের প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। অন্যদিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার থেকে ময়নামতি পর্যন্ত এবং নিমসার থেকে গৌরিপুর পর্যন্ত ৫২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। মহাসড়কের যানজটের প্রভাব সকালের পর থেকে ঢাকায় পড়তে শুরু করে। সকাল ৯টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গাড়ির দীর্ঘ লাইন ছিল লক্ষ্য করার মতো। গত ৬ দিনে রাজধানীর ভিআইপি রোডগুলো ছিল রিকশার দখলে। বৃহস্পতিবার রাত থেকেই ভিআইপি রোড থেকে রিকশা উঠিয়ে দেয়া হয়। অবরোধের ভোগান্তিতে পড়া গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক শুক্রবার সকল ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এতে করে ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে যায়। বেসরকারী অফিসও খোলা ছিল গতকাল। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীর সকল স্কুল, কলেজ ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো খোলা ছিল শুক্রবার। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে কর্তৃপক্ষ সম্পূরক ক্লাসের ব্যবস্থা করে। দু’বেলা পরীক্ষা নেয়ার খবর মেলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। এ কারণে সকাল থেকেই সড়কগুলোতে প্রাইভেট কারের সংখ্যা বৃদ্ধি পায়। ছুটির দিনেও বাসার কাজ ফেলে সন্তানের জন্য স্কুলের বাইরে মায়েদের অপেক্ষা করতে দেখা যায়। রাজধানীর বৃহত্তম কাঁচাবাজার কারওয়ান বাজারে বেচাকেনা হয় সাধারণত রাতে। কিন্তু গতকাল এর ছিল উল্টো। শুক্রবার দিনেও সরব ছিল কারওয়ান বাজার। পুরো সপ্তাহের আটকে থাকা শাক-সবজি একদিনে প্রবেশ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই রাজধানী ঢাকার বিপণি-বিতানগুলোতে মানুষের ঢল নামে। নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, ধানমন্ডি, ফার্মগেট, গুলশান এলাকার মার্কেটগুলোতে ছিল উপচেপড়া ভিড়।