জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে নাটক চলছেই। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঁচমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গতকাল। বলা হয়েছিল দলের চেয়ারম্যান তা প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু আজ মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বঙ্গভবনে মন্ত্রীদের পদত্যাগপত্র পৌঁছে দেবেন। কবে নাগাদ তা দেয়া হবে এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। আজ দুপুরে এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে রওশন এরশাদের বাসায় যান রুহুল আমিন হাওলাদার। ফিরে এসে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রীদের পদত্যাগপত্র পৌঁছে দিয়ে এসেছি। তিনি প্রেসিডেন্টের কাছে তা নিয়ে যাবেন। এদিকে দলের এক মন্ত্রী ও উপদেষ্টা আজ দুপুর পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল এরশাদ জানিয়েছেন, বাবলু আজ তার পদত্যাগপত্র জমা দেয়ার কথা বলেছেন। আনিসুল ইসলাম মাহমুদ পদত্যাগ করছেন না এমন আলোচনা জাতীয় পার্টিতেই রয়েছে। এরশাদ তার সিদ্ধান্তে অনড় থাকলে আনিস জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে পারেন। গত দু’ দিন এরশাদের বাসায় শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান দীর্ঘ সময় অবস্থান করেন। তবে তিনি কেন এরশাদের বাসায় গিয়েছিলেন তা কোন পক্ষ থেকেই স্পষ্ট হওয়া যায়নি। দলীয় সূত্র জানিয়েছে, অব্যাহত চাপের কারণে এরশাদ নিজেকে আরও গুটিয়ে রাখার চিন্তা করছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য কয়েক দিন দেশের বাইরেও থাকার কথা ভাবছেন তিনি।