কক্সবাজারে জাপা নেতাদের ফুলেল শুভেচ্ছা জানালো বিএনপি

কক্সবাজারের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা, হানাহানি, কাদা ছোড়াছুড়ি ও সন্দেহ-অবিশ্বাসের মাঝে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। জেলার ৪টি নির্বাচনী আসনে জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বলে জানিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় নেতা, কক্সবাজার সদর-রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজল। সকাল ১১টার দিকে কক্সবাজার সদর রামু আসনের বিএনপি’র দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যান জেলা জাতীয় পার্টির সভাপতি কবির আহম্মদ কোম্পানির মালিকানাধীন হোটেল সী-কুইন মার্কেটে। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সঙ্গে ছিলেন পৌর বিএনপি’র সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেদ মোহম্মদ আলীসহ অসংখ্য নেতাকর্মী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাহারকারী জেলা জাতীয় পার্টির সভাপতি কবির আহম্মদ কোম্পানি, মফিজুর রহমানসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- জেলা জাপা সভাপতি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাপা মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমদ সওদাগর, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের আলহাজ্ব রুহুল আমিন সিকদার, মফিজুর রহমান মফিজ, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী নুরুল আমিন ভুট্টু ও তাহা ইয়াহিয়া। অন্যদিকে চকরিয়া থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের প্রার্থী মৌলভী ইলিয়াছ। এটি নিশ্চিত করেছেন জেলা জাপা সভাপতি আলহাজ কবির আহমদ সওদাগর। এদিকে নির্বাচন থেকে সরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় একই দিন দুপুর ১২টার দিকে জাপা প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার সদর আসনের এমপি লুৎফুর রহমান কাজল।

 

অন্যান্য জেলা সংবাদ