টেলিকনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণের সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, এরশাদ তোমার ভয় নাই, রাজপথে লাখো ভাই।
এ সময় রংপুর জেলা ও মহানগর জাপার সভাপতি মসিউর রহমান বলেন, স্যার আমরা প্রস্তুত আছি, আপনার কিছু হলে রংপুরবাসী আপনার পাশে আছে। স্যার আমি মনোনয়নপত্র তুলে নিয়েছি। এবার আওয়ামী লীগ বুঝবে, আন্দোলন কী ও কত রকম। সরকার বাড়াবাড়ি করলে উত্তরবঙ্গসহ সারাদেশ অচল করে দেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাঙ্গা বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়নে এরশাদকে গ্রেফতার করা হলে আপনাদেরও আর ছাড় দেওয়া হবে না। এরশাদকে নিয়ে অনেক খেলেছেন, আর নয়। এরশাদকে গ্রেফতার করা হলে রংপুরের পাঁচ লাখ মানুষ স্বেচ্ছায় কারাবরণ করবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন জাপার দূর্গ হিসেবে পরিচিত রংপুরের নেতাকর্মীরা।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার বাসায় র্যাব -পুলিশ কেন? তোমরা প্রস্তুত থাকো। আমি ভোট করবো না। তোমরা নমিনেশন তুলে নাও।