জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়লেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। গতকাল দুপুর দেড়টায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ত্যাগ করেন। ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রো-ভিসি অধ্যাপক আফসার আহমেদ। বুধবার রাত সাড়ে ৮টা দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসা লক্ষ্য করে দু’টি হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তার বাসার জানালার কাচ ভেঙে যায় ও পর্দার কাপড় পুড়ে যায়। ক্যাম্পাসে নিরাপত্তা দানে ব্যর্থতার অভিযোগ এনে ভিসিকে আধা ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দেয় আন্দোলনরত ‘শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের গেটের কাচ ও কয়েকটি লাইট ভাঙচুর করে। পরে ভিসির সঙ্গে দেখা করতে আসেন ঢাকা জেলা প্রশাসক জিল্লার রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভিসিকে নিতে এসেছি। তিনি সকালে যেতে রাজি হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান, অসুস্থতার জন্য উপাচার্য পাঁচ দিনের ছুটি নিয়েছেন। ভিসি ক্যাম্পাস থেকে বিদায় নেয়ায় মিষ্টি বিতরণ করেছে আন্দোলনরত শিক্ষকরা। ঐক্য ফোরামের সদস্য সচিব কামরুল আহসান জানান, অধ্যাপক আনোয়ার ক্যাম্পাস থেকে বিদায় আমাদের বিজয়। এই দিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে ভিসি দাপ্তরিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের সদস্য সচিব সাংবাদিকদের জানান, অধ্যাপক আনোয়ার মুখের কথার কোন বিশ্বাস নেই। এর আগেও তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে তা প্রত্যাহার করে নেন। তাই দাপ্তরিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের চলমান ধর্মঘট অব্যাহত থাকবে। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ভিসিকে সতর্ক করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, একজন ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব হচ্ছে ‘নিয়মিত কার্য’ সম্পাদন করা। যদি ভারপ্রাপ্ত ভিসি নতুন কোন আইন বা সিদ্ধান্ত জারি করতে চান তাহলে তার ফলাফল ভয়াবহ হবে। অন্যদিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আফসার আহমেদ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চেয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শিক্ষক সমিতির সভাপতির বাসায় হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক আফসার আহমেদ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক। তিনি ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিকের খালাতো ভাই। ১৯৯৮ সালে ধর্ষণবিরোধী আন্দোলনের সময় তিনি ক্যাম্পাসের প্রক্টর ছিলেন। ধর্ষণবিরোধী আন্দোলনের ফলে তিনি পদত্যাগ করেন। এছাড়া তার বিরুদ্ধে নানা কূটকৌশল অবলম্বনের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনকে উস্কে দেয়ার পেছনে তার হাত রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ই মে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্যের পদ থেকে বিদায় নিলে তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগরের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। গত এক বছর ধরে আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনে আন্দোলন করছে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম।