টটেনহ্যামের মাঠ পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ম্যানইউ। দুটি গোলই তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া টটেনহ্যাম ১৮ মিনিটে এগিয়ে যায় ডিফেন্ডার কাইল ওয়াকারের গোলে। দারুণ বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
২৮ মিনিটে আবারো সহজ সুযোগ নষ্ট করে টটেনহ্যাম। এর তিন মিনিট পরই সমতায় ফেরে ম্যানইউ। টটেনহ্যামের রক্ষণভাগের ভুলের সদ্ব্যবহার করেন রুনি। ডান দিক থেকে নেয়া ম্যান ইউ ডিফেন্ডার ফিল জোনসের একটি ক্রস ওয়াকারের পায়ে লেগে চলে যায় বক্সের ভেতর দাঁড়িয়ে থাকা রুনির কাছে, ফিরতি বলেই গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের নয় মিনিটে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার সান্দ্রো রানিয়েরি।
আবারো তিন মিনিটের গোল খায় টটেনহ্যাম। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে দ্বিতীয় বারের মতো সমতায় ফেরান রুনি। এ ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
১৩টি করে ম্যাচ খেলা ম্যানইউর ২২ ও টটেনহ্যামের ২১ পয়েন্ট। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল