গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় না আসলেও হাজারো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়। তবে ক্ষমতাসীণ এ দলটি ৩০০ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করার পর তৃণমূলে অন্তোষ বিরাজ করছে। এ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছে দলটির হাইকমান্ড।
জানা গেছে, তৃণমূলের নেতাকর্মীদের উপচেপড়া ভীড়ে সরকারি দলের প্রধান কার্যালয়টিতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। তবে এ নির্বাচনী আমেজ থেকে তার উপর যুক্ত হয়েছে মহানগরের বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন এবং থানা পর্যায়ের অবরোধ বিরোধী অবস্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের পদচারণা ও নির্বাচনের প্রার্থীদের আগমন।
১৮দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধে প্রতিদিনই সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুখরিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর মিছিল ও স্লোগানে মুখরিত। আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিছিল ও সমাবেশ করে।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের নেতৃত্বে আওয়ামী সাংস্কৃতিক জোটের ব্যানারে সমাবেশ করে সংগঠনটি। সেখানে প্রধান বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রতিহত করার পাশাপাশি নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “আগামী ৫ জানুয়ারি নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সারা দেশে আজকে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপিকে বলব আপনারা এই জ্বালাও পোড়াও ও নৈরাজ্য বন্ধ করে নির্বাচনে অংশ নিন। অবরোধ কর্মসূচির নামে মানুষ মারা কর্মসূচি বন্ধ করুন।”
বিরোধী দলীয় জোটকে উদ্দেশ্য করে সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো:আবু কাওছার বলেন, “নাশকতা নয়, নির্বাচনে অংশ নিন।”
রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, মালিবাগ, রামপুরা, কারওয়ান বাজার এলাকায় পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সরকারী দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। এসময় নেতা কর্মীরা শোডাউন ও মিছিল করে অবরোধ বিরোধী অবস্থান গ্রহণ করে।
নির্বাচনী প্রচারণায় যার যার নির্বাচনী এলাকায় অবস্থান করায় দলের কেন্দ্রীয় কোন নেতাকে কার্যালয়ে দেখা যায়নি। এদের মধ্যে দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নির্বাচণী প্রচারণার কাজে এখন নিজ সংসদীয় এলাকা সিরাজগঞ্জে অবস্থান করছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রয়েছেন কুষ্টিয়ায়। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর তোফায়েল আহমেদ ভোলায় এবং আমীর হোসেন আমু ঝালকাঠিতে নির্বাচনী প্রচারণায় রয়েছেন বলে টেলিফোনে জানিয়েছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন,”নির্বাচনী এলাকায় কাজ করছি। দেশের মানুষ এখন নির্বাচন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিরোধী দলের সকল নৈরাজ্য মোকাবেলা করার পাশাপাশি একটি গ্রহনযোগ্য নির্বাচন জনগনকে উপহার দেবার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।”
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নাম না থাকায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একযোগে পদত্যাগ করেছেন। মনোনয়নবঞ্চিত মাদারীপুর ও গাইবান্ধার দুটি আসনের দুজন প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন। ময়মনসিংহের ত্রিশালে বর্তমান সাংসদকে আবার মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা-কর্মীরা রোববার সন্ধ্যায় একযোগে পদত্যাগ করেছেন।
মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনের মনোনয়নবঞ্চিত সাংসদ সৈয়দ আবুল হোসেনের অনুসারী নেতা-কর্মীরা শুক্রবার কালকিনি উপজেলায় বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দলীয় মনোনয়ন দেওয়ায় এঘটনা ঘটে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে। ময়মনসিংহ(ত্রিশাল) বর্তমান সাংসদ রেজা আলীকে মনোনয়ন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বিােভ প্রদর্শন ও রেজা আলীর কুশপুত্তলিকা দাহ করেন। বগুড়া-৩(আদমদীঘি-দুপচাচিয়া) ও বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। মনোয়ন প্রাপ্ত প্রার্থীর বিপে কুশ পুতুল পোড়ানোসহ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের হামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান পলাশ গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুর রহমান দুর্জয়ের সমর্থকেরা একটি আনন্দ মিছিল বের করে। ওই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালামের সমর্থকরা দুর্জয়ের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধনে জড়ো হচ্ছিল। পরে ছাত্রলীগ যুবলীগের কর্মীদের তাদের ওপর হামলা করে। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পলাশ গুরুতর আহত হন। নাটোর-পাবনা মহাসড়কের লালপুরের দাইরপাড়া এলাকায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত পাবনার ঈশ্বরদী আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরিফ ডিলুর গাড়ি বহরে হামলা করেছে মনোনয়ন বঞ্চিতরা।