১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টা অবরোধের কারণে ভোলার লাহারহাট, ইলিশাঘাট ও মজু চৌধুরী ফেরী ঘাটে আটকা পড়েছে। ফেরিগুলোর দু’পাশে আটকা পড়েছে প্রায় দেড়শতাধিক পণ্যবাহী ট্রাকসহ শত শত যাত্রী।
লাহার হাট ফেরী ঘাটের ম্যানেজার কাওসার হোসেন জানান, লাহারহাট ফেরী ঘাটে নিরাপত্তার স্বার্থে ফেরী বন্ধ থাকায় ২৫/৩০টি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। অবরোধ শেষ হলে ফেরী চলাচল স্বাভাবিক হবে।
এছাড়া ভোলার ইলিশা ফেরী ঘাট ও লক্ষীপুর ফেরী ঘাট ম্যানেজার নূরুল ইসলাম ভূঁইয়া জানান, ইলিশা ফেরী ঘাটে প্রায় ৭০টি এবং মজু চৌধুরী ফেরী ঘাটে ২৫টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
ভেদুরিয়া ঘাটের ইনচার্জ মোকাম্মেল হোসেন জানান, এই ঘাটে প্রায় ৪৫টি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।
অপরদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হওয়া বাস ও লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী