‘প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, আন্দোলন থামবে’

‘প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, আন্দোলন থামবে’

sahmedপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির মুখপাত্র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “দমন-পীড়ন, হত্যা-নির্যাতন ও মামলা-হামলা বন্ধ করে চলমান সংকটের সমাধানে আপনি (প্রধানমন্ত্রী) সন্মানজনকভাবে পদত্যাগ করুন।”

রোববার সকালে দলের মুখপাত্র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ তার মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “এখনো সময় আছে, সরকারকে আহ্বান জানাবো, সব নেতা-কর্মীর মুক্তি দিন। সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। দমন-পীড়ন করে চলমান আন্দোলন সরকার রুখতে পারবে না।”

বিরোধী দলীয় নেতাকে রাস্তায় এসে আন্দোলন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, পেটুয়া পুলিশ বাহিনী ও আওয়ামীলীগের দানবের সাথে শান্তিপ্রিয় আন্দোলনকারী মানবের লড়াই হয় না। ক্ষমতার উত্তাপে প্রধানমন্ত্রী অন্ধ হলেও প্রলয় বন্ধ হবে না।”

তিনি আরো বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি গণতন্ত্রকামী সব মানুষের। জাতিসংঘসহ সকল  আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, শত শহীদের রক্তাক্ত এই নির্দলীয় সরকারের দাবি আদায়ের কোনো বিকল্প নেই।”

অভিযোগ করে তিনি বলেন, “র‍্যাব-পুলিশ-বিজিবি পরিবেষ্টিত আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা প্রতিনিয়ত অসংখ্য বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা করছে। একদিকে সরকার মুখে সংলাপের কথা বলছে। অন্যদিকে তারা প্রতিনিয়ত রাজপথে বুলেটে ঝাঁঝরা করছে গণতন্ত্রকামী মানুষের বুক।”

এ সময় তিনি দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নয়া পল্টনের কার্যালয় থেকে শনিবার ভোরে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর সালাহউদ্দিন আহমদকে দলের মূখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় সালাহউদ্দিন আহমদও কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না।

তিনি আত্মগোপনে থেকেই দলের দায়িত্ব পালন ও নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। টেলিফোনে বিবৃতি দিয়ে দলের অবস্থান দেশবাসী ও নেতা-কর্মীদের জানাচ্ছেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর