চাঁদপুরে ট্রাকে আগুন, ট্রেন চলাচল ব্যাহত

চাঁদপুরে ট্রাকে আগুন, ট্রেন চলাচল ব্যাহত

trackবিরোধী দলের ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে চাঁদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে শাহরাস্তি উপজেলার নাউড়ি এলাকায় রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলা হয়।

চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, ফিসপ্লেট খুলে ফেলায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস আড়াই ঘণ্টা  আটকে থাকে।

সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত শেষে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তা সরিয়ে ফেলে।

জেলার পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধে নাশকতা ঠেকাতে শহরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে তিন পিকেটারকে আটক করেছে পুলিশ।

এদিকে ভোর ৫টা দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া অবরোধকারীরা।

পুড়ে যাওয়া ট্রাকের চালকের সহকারী সম্রাট জানায়, ঢাকা থেকে ‘মেশিনারিজ’ নিয়ে নিউ দয়াল ট্রান্সপোর্টের ট্রাকটি ভোরে চাঁদপুরে পৌঁছলে অবরোধকারীরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

নিউ দয়াল ট্রান্সপোর্টের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম বলেন, ট্রাকে চাঁদপুরের ২২ জন ব্যবসায়ীর অন্তত ২২ লাখ টাকার মালামল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

জেলা সংবাদ রাজনীতি