নাটোরে নির্বাচন অফিসে আগুন

নাটোরে নির্বাচন অফিসে আগুন

natore-tmবিরোধী দলের অবরোধে মধ্যে নাটোরের জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে শহরের উত্তর পটুয়া পাড়ায় এ ঘটনায় ওই কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল পুড়ে গেছে বরে জানিয়েছে পুলিশ।

জেলার পুলিশ সুপার নাহিদ হোসেন জানান, রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচন অফিসের নিচতলার জানালা ভেঙে ভেতরে পেট্রোল বোমা ছুড়ে দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে আগুন ধরে যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে অফিসের কাগজপত্র, আসবাবপত্র ও কয়েকটি কম্পিউটার পুড়ে গেছে। অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুলিশ সুপার জানান, দায়িত্বরত পুলিশ দুর্বৃত্তদের প্রতিরোধ করার চেষ্টা করলে সেখানে তারা বেশ কয়েকটি হাতবোমা ফাটায়। পরে নাটোর ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জেলা সংবাদ রাজনীতি