ওষুধ খেয়ে আমিরের শুটিং

ওষুধ খেয়ে আমিরের শুটিং

Aamir-Dhoom-3-First-lookবমি যেন না আসে তাই নিরোধক ওষুধ খেয়ে ৮০ ফুট উচ্চতায় গানের শুটিং করেছেন আমির খান।

অভিনয়ের জন্য কী না করতে হয় শিল্পীদের! কখনও ময়লা পানিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা,কখনও আঘাত পেয়েও অভিনয় চালিয়ে যাওয়া, আবার কখনও বমির ওষুধ খেয়ে ৮০ ফুট উচ্চতায় শুটিং করা! ‘ধুম থ্রি’ সিনেমার একটি গানের শুটিংয়ের সময় এমনই কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউডি অভিনেতা আমির খানকে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ’ধুম থ্রি’ সিনেমার গান ‘মালাং’-এর শুটিংয়ের জন্য বেশ কয়েকদিন বমির ওষুধ খেয়েছেন আমির। কারণ ঐ গানের জন্য ৮০ ফুট উচ্চতা থেকে মিনিটে ৬০ বার চক্রাকারে ঘুরতে হয়েছে তাকে।

‘ধুম থ্রি’তে আমির অভিনয় করেছেন একজন জাদুকর ও জিমন্যাস্টের চরিত্রে, আর অভিনয়ের প্রয়োজনে এই কষ্ট করতে বাধ্য হয়েছিলেন তিনি।

এত বছরের ক্যারিয়ারে এর আগে কখনও এ ধরনের অভিনয় করতে হয়নি আমিরকে। কিন্তু কোনোরকম অভিযোগ ছাড়াই ধৈর্য্যরে সঙ্গে নিজের অভিনয় চালিয়ে যান মিস্টার ‘পারফেকশনিস্ট’।

প্রায় ১৫ দিন ধরে চলে এই একটি গানের শুটিং। আর এই ১৫ দিনই বমির ওষুধ খেয়ে কাটাতে হয়েছে আমিরকে। কারণ ৮০ ফুট উচ্চতা থেকে এক মিনিটে ৬০ বার চক্রাকারে ঘোরার সময় বমি আসাটা স্বাভাবিক।

তবে এই বিপজ্জনক শুটিংয়ের কারণে যেন আমিরের স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, তা দেখতে সিনেমার সেটে উপস্থিত ছিলেন জিমন্যাস্টদের বিষয়ে বিশেষজ্ঞ একজন ডাক্তার।

এদিকে সম্প্রতি ‘ধুম থ্রি’ প্রোডাকশন প্রকাশ করেছে নতুন এক ভিডিও, যেখানে দেখা গেছে ‘স্বর্ণকেশী’ হয়েছেন আমির।

অ্যাকশন ফিল্ম ‘ধুম’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ধুম থ্রি’তে খলচরিত্রে অভিনয় করেছেন আমির খান। এই সিনেমায় আরও দেখা যাবে ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়াকে।

বিনোদন