শেষ ম্যাচে প্রোটিয়াদের জয়

শেষ ম্যাচে প্রোটিয়াদের জয়

dseতিন ম্যাচের প্রথম দু’টি জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে হেরে গেলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৭৯ করেছিলো মিসবাহের দল। প্রোটিয়াদের সাথে এ রান করে ম্যাচ জেতা কঠিন, তবুও পাকিস্তানের ‘আনপ্রেডিক্টেবল’ সুনামের কারণে ক্ষীণ আশা হয়তো ছিলো ভক্তদের। কিন্তু ম্যাচ শেষে সে আশা মাটি হয়ে গেছে। কারণ দক্ষিণ আফ্রিকার সাথে চার উইকেটে হেরে গেছে পাকিস্তান।

পাকিস্তান ১৭৯ রান করেছিলো মূলত অধিনায়ক মিসবাহের ৭৯ রানের কল্যাণে। প্রোটিয়াদের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন ভেরনন ফিলান্ডার।

১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধীরে এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে তারা সংগ্রহ করে ৩৯ রান। দলীয় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় তারা ৪৯ ও ৭৫ রানে। এরপরও জয়ের জন্য তেমন কষ্ট করতে হয়নি প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪১ করেন ওপেনার হাশিম আমলা। সর্বোচ্চ ৪৮ রান আসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে দু’টি উইকেট নেন সাঈদ আজমল।

খেলাধূলা