ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “আমরা ইসির সাথে দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেইনি পর্যবেক্ষক পাঠাবো কিনা।”
এর আগে সিইসি’র সাথে বেলা ১১টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেন হানা।
উইলিয়াম হানা বলেন, “পর্যবেক্ষক পাঠাবো কি পাঠাবো না তা নির্ভর করবে রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা পরিস্থতির ওপর।”
“আমরা সিইসিকে জানিয়েছি, আমরা সেই নির্বাচনে সহযোগিতা করতে চাই যেটি হবে স্বচ্ছ, সকলের অংশগ্রহনমূলক এবং বিশ্বাসযোগ্য,” যোগ করেন তিনি।