আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে ইয়াগী বাংলাদেশ লিমিটেড নামে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
রোববার সকালে শ্রমিকরা কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানায়, জাপানী মালিকানাধীন এই গার্মেন্টস শ্রমিকরা শ্রমিকদের সাড়ে ৩ মাসের বেতন পরিশোধ না করেই বাংলাদেশি এক ব্যক্তির কাছে এর মালিকানা হস্তান্তর করে। বকেয়া বেতনের দাবিতে বেশ কয়েকদিন ধরে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি করে আসছিল প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এর প্রেক্ষিতে শনিবার রাতে গার্মেন্টসটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনার নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়া শিল্পাঞ্চলের বেরনসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।