সাবেক সচিব কাজী রকিবউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বুধবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব নেসারউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপি কাজী রকিবকে সিইসি নিয়োগের বিষয়টি অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছে।
একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হচ্ছেন, সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক যুগ্ম-সচিব আবদুল মোবারক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী।
বুধবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
স্বাধীনতা উত্তর ১১ সিইসি
নির্বাচন কমিশনের তথ্য মতে, সদ্য নিয়োগ পাওয়া কাজী রকিবউদ্দিন আহমেদকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে ১১ জন সিইসি ও ২৩ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন।
দেশের প্রথম সিইসি মো. ইদ্রিস সিইসি হিসেবে নিয়োগ পান ১৯৭২ সালের ৭ জুলাই। ১৯৭৭ সালের ৭ জুলাই তার পাঁচ বছর মেয়াদ শেষ হলে এর পরদিনই (৮ জুলাই ১৯৭৭) নিয়োগ পান বিচারপতি একেএম নুরুল ইসলাম।তিনি প্রায় আট বছর সিইসি ছিলেন।
১৯৮৫ সালে ১৭ ফেব্রুয়ারি নুরুল ইসলামের মেয়াদ শেষের দিনে নিয়োগ পান বিচারপতি চৌধুরী এটিএম মাসুদ। তিনি দায়িত্ব পালন করেন ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিচারপতি সুলতান হোসেন খান ১৭ ফেব্রুয়ারি সিইসি হন ১৯৯০ সালে।ওই বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি সিইসি থাকেন।
এরপর বিচারপতি আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে বিএনপি শাসনামলে ১৮ এপ্রিল ১৯৯৫ পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন।
একই বছরের ২৭ এপ্রিল বিচারপতি একেএম সাদেক সিইসি হিসেবে ইসিতে যোগ দিয়ে ৬ এপ্রিল ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ আবু হেনা সিইসি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম আমলা। ১৯৯৬ সালের ৯ এপ্রিল নিয়োগ পেয়ে তিনি ২০০০ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ বছরের ২৩ মে সিইসি এমএ সাঈদ ইসিতে এসে বিদায় নেন ২০০৫ সালের ২২ মে।
এর পরদিনই বিচারপতি এমএ আজিজ যোগ দিয়ে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যাপক রাজনৈতিক আন্দোলনের মুখে ২০০৭ সালের ২১ জানুয়ারি বিদায় নেন।
ড. এটিএম শামসুল হুদা সিইসি হিসেবে নিয়োগ পান ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হয়।
বুধবার সর্বশেষ সিইসি হিসেবে নিয়োগ পেলেন কাজী রকিবউদ্দিন আহমেদ