প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা

প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় মামলা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

pscঅধিদপ্তরের পরিচালক (প্রাশাসন) মাহবুবুন নাহার বুধবার মিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করেন।

বৃহস্পতিবার তিনি বলেন, “ইন্টারনেটে প্রাথমিক সমাপনীর প্রশ্ন পাওয়া গেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে মামলা করা হয়েছে।”

প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বলেন, “ফেসবুকে একটি আইডির মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”

তিনি আরো জানান, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের পাশাপাশি প্রিন্ট করেও প্রশ্ন ছড়ানোর অভিযোগ পাওয়ার কথা।

এ অভিযোগ তদন্তে ২৩ নভেম্বর তিন সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আশরাফুল জানান, তারা তদন্ত কাজ শুরু করেছেন। তবে বিরোধী দলের অবরোধের কারণে ঢাকার বাইরে যেতে পারেননি।

সারাদেশে ২০ নভেম্বর থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

অভিযোগ উঠেছে, পরীক্ষা শুরুর আগেই এর প্রশ্ন ইন্টারনেটে পাওয়া যাচ্ছিল। গণিত ও ইংরেজির প্রশ্ন হুবুহু মিলে গেছে বলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ